Header Ads

Header ADS

কোরেলড্র ও ইউনিকোড সাপোর্ট

 



যদি সরাসরি আমরা আমাদের প্রধান বিষয়ে চলে আসি তাহলে আমাদের মনে একটি প্রশ্ন জাগবে, যেটা হচ্ছে আমরা কি কোরেলড্রতে ইউনিকোড ফন্ট দিয়ে টাইপ করতে পারবো, একদম প্রফেশন্যাল ভাবে কাজ করতে পারবো তো? অসুবিধা হবে না তো! এরকম মনে হওয়াই স্বাভাবিক।কারন আমি জানি যে, বেশিরভাগ কোরেলড্র ব্যবহারকারী, যারা প্রিন্ট মিডিয়ার সাথে যুক্ত, কাজের বেশিরভাগ সময়ই কোরেলড্র ব্যবহার করে তারা কোনো না কোনো সময় ইউনিকোড ফন্ট ব্যবহার করতে গিয়ে অসুবিধায় পড়েছে এবং পরে তারা সঠিক ভাবে ইউনিকোড ব্যবহার করেত শিখে গেছে, কাজের মধ্যে থাকবে অবশ্যই সকলে শিখে যায়। কিন্তু যারা নতুন, যারা শিক্ষার্থী তারা অনেক সময় অসুবিধায় পড়ে। তাদের মনে অনেক প্রশ্ন আসে যেমন -

১) কোন সফটওয়্যার ব্যবহার করব?

২) কি ফন্ট ব্যবহার করব?

৩) ইউনিকোড ফন্ট ব্যবহার করার সময় লেখা ভেঙ্গে যাচ্ছে কেন?

৪) ফন্ট বোল্ড বা ইটালিক করা যাচ্ছে না কেন?

৫) ইউনিকোড ফন্ট কোথা থেকে সংগ্রহ করব?

৬) কোন ফাইল (যার মধ্যে ইউনিকোড ফন্টে লেখা আছে) শেয়ার করলে ফন্ট কেন চেঞ্জ হয়ে যাচ্ছে।

৭) কোন বুক বা ম্যাগাজিন তৈরি করার জন্য কোন ইউনিকোড ফন্ট ব্যবহার করব?

৮) ইউনিকোড ফন্ট কী ফ্রি?

৯) ইউনিকোড সফটওয়্যার কী ফ্রি?

১০) গুগুল থেকে কপি করে কোনো টেক্সটকে আমরা কোরেলড্রতে নিয়ে এসে ব্যবহার করলে লেখা কি চেঞ্জ হয়ে যাবে?

এরকম আরও বহু প্রশ্ন আমাদের মনে আসতে পারে। যখনই আমরা ক্রমাগত ইউনিকোড ব্যবহার করতে থাকি সমস্যা আসে এবং আমরা তার সমাধান করে নিতে সক্ষম হই। মনে রাখতে হবে, যে ইউনিকোড আমাদের ভবিষ্যত তাই এই ইউনিকোডেই আমাদের অভ্যস্ত হতে হবে।

কিছু প্রশ্নের উত্তর তোমাদের দেওয়া হল -

১) কোন সফটওয়্যার ব্যবহার করব?

উঃ- বর্তমানে ইউনিকোড ব্যবহার করার অনেক সফটওয়্যার রয়েছে। কিছু পেড ও কিছু ফ্রি।উইন্ডোজ ডিফল্ট ইউনিডোক বাংলা ও হিন্দি টাইপ করার অপশনটি ল্যাঙ্গুয়েজ থেকে অন করে নিতে পারো।এছাড়া বিভিন্ন কিবোর্ড সহ কিম্যান অসফটওয়্যার লিপিঘর থেকে ডাউনলোড করে নিতে পারো।আমাদের ওয়েবসাইটেই একটি আর্টিকেলে বিশদে আলোচনা করা হয়েছে সেটা পড়ে নিতে পারো।

২) কি ফন্ট ব্যবহার করব?

উঃ- কি ফন্ট ব্যবহার করবে সেটা তোমাদের কাজ অনুযায়ী ঠিক করতে হয়।যদি তোমরা জব ওয়ার্ক অথবা ডিজাইনের জন্য ইউনিকোড ফন্ট ব্যবহার করো তাহলে সেই ধরনের ফন্ট লিপিঘর তথা গুগুলে সার্চ করলে অনেক পেয়ে যাবে। বিজয় ওয়েবসাইটেও পেয়ে যাবে।বুকস বা ম্যাগাজিনের জন্য রূপসী বাংলা ফন্ট ব্যবহার করতে পারেন।এটা ফ্রি ফন্ট এবং খুবই জনপ্রিয়।

৩) ইউনিকোড ফন্ট ব্যবহার করার সময় লেখা ভেঙ্গে যাচ্ছে কেন?

উঃ- যদি কোনো সময় ইউনিকোড ফন্ট ব্যবহার করার সময় লেখা ভেঙ্গে যায় তার অনেক কারণ হতে পারে। কিন্তু প্রধান কারন হচ্ছে আপনার এপ্লিকেশন ইউনিকোড সাপোর্ট করছে না।মনে রাখবেন পুরনো কোনো সফটওয়্যার বা ভার্সান ইউনিকোড সাপোর্ট নাও করতে পারে।যেমন কোরেলড্র 13, 14, 15, 16 এবং লোয়ার ভার্সান ইউনিকোড সাপোর্ট করে না। লেখা ভেঙে যেতে পারে। কোরেলড্র 17 কিছুটা সাপোর্ট করে কিন্তু কোরেলড্র 18 থেকে খুব ভালো সাপোর্ট করে কোনোরকম কোন অসুবিধা হয় না।যদি আপনার কোরেলড্র 18 থাকে আপনি একটি ইউনিকোড লেখা ফাইল কোরেলড্র 13 তে সেভ করুন এবং ফাইলটি খুলুন দেখবেন লেখা সব ভেঙে গেছে এবং ফাইলের ওপরে আপডেট অপশনে ক্লিক করলে আবার লেখা ঠিক হয়ে যাবে। আপডেট কথার অর্থ কোরেলড্র 13 থেকে কোরেলড্র 18 তে পরিবর্তন।

৪) ফন্ট বোল্ড বা ইটালিক করা যাচ্ছে না কেন?

উঃ ফন্ট বোল্ড বা ইটালিক না হওয়ার কারন হচ্ছে ফন্টটির বোল্ড বা ইটালিক ভার্সানটি নেই।যদি ফন্টটির বোল্ড বা ইটালিক ভার্সানটি থেকে থাকে তাহলে নর্মাল ফন্টের সাথে সেই ফন্টগুলি ইন্সটল করতে হবে।

৫) ইউনিকোড ফন্ট কোথা থেকে সংগ্রহ করব?

উঃ ইউনিকোড ফন্ট পাওয়া খুবই সহজ। গুগুল, বিজয় ওয়েব সাইট, লিপিঘর, ফন্ট বিডি থেকে বহু ফ্রি ইউনিকোড ফন্ট সংগ্রহ করতে পারবেন।

৬) কোন ফাইল (যার মধ্যে ইউনিকোড ফন্টে লেখা আছে) শেয়ার করলে ফন্ট কেন চেঞ্জ হয়ে যাচ্ছে।

উঃ ফন্ট চেঞ্জ হচ্ছে কারণ যাকে আপনি ফাইল পাঠাচ্ছেন তার ডিফল্ট ইউনিকোড ফন্ট নিয়ে নিচ্ছে।অসুবিধার কারণ নেই যদি তার কাছে আপনার পাঠানো ফন্ট থেকে থাকে তাহলে সেই ফন্টে চেঞ্জ করলেই আবার  আপনার ফাইলটি আপনার মতোই দেখা যাবে।

৭) কোন বুক বা ম্যাগাজিন তৈরি করার জন্য কোন ইউনিকোড ফন্ট ব্যবহার করব?

উঃ রূপসী বাংলা ব্যবহার করতে পারেন। ফন্টটি ভালো।এছাড়াও বিজয়-এর কিছু ভালো ইউনিকোড ফন্ট আছে।ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন।

৮) ইউনিকোড ফন্ট কী ফ্রি?

উঃ ফন্ট ফ্রি এবং পেড দুটোই আছে।আপনি ফ্রি ফন্ট ব্যবহার করতে পারেন। অসংখ্য ফ্রি ভালো ফন্ট উপলবদ্ধ আছে।

৯) ইউনিকোড সফটওয়্যার কী ফ্রি?

উঃ ফ্রি এবং পেড দুটোই আছে। ফ্রি ব্যবহার করতে পারেন।আগেই সফটওয়ারের ব্যাপারে বিশদে আলোচনা করা হয়ছে। ওয়েবসাইটে আর্টিকেলে বিশদে আলোচনা করা হয়েছে।

১০) গুগুল থেকে কপি করে কোনো টেক্সটকে আমরা কোরেলড্রতে নিয়ে এসে ব্যবহার করলে লেখা কি চেঞ্জ হয়ে যাবে?

উঃ যদি আপনার এপ্লিকেশন ইউনিকোড সাপোর্ট করে তাহলে ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হবে না।

 

এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন। সাথে থাকবেন। ধন্যবাদ।


No comments

Powered by Blogger.