Professional ভাবে Math Type এর ব্যবহার ও শর্টকাট কী
Professional ভাবে Math Type এর ব্যবহার ও শর্টকাট কী
Math Type বর্তমানে একটি অতি জনপ্রিয় একটি সফটওয়্যার। বলা যেতে পারে যে এই সফটওয়্যারটির তেমন কোন Substitute নেই। যারা আমাদের এই প্রিন্টিং জীবিকার সাথে যুক্ত তাদের প্রায় সকলেই এই সফটওয়্যারটির ব্যাপারে জানে এবং ব্যবহার করে চলেছে। এই সফটওয়্যারটি ব্যবহার করা হয় Mathematics Question Paper তৈরির জন্য।আমি দীর্ঘ বহু বছর ধরে এটি ব্যবহার করে চলেছি এবং এখনও পর্যন্ত সমস্ত ধরনের কোয়েশ্চেন পেপার তৈরির ক্ষেত্রে কোনোরকম কোন অসুবিধা এখনও হয়নি। সবচাইতে ভালো কথা এই যে, এটির ব্যবহার খুবই সহজ এবং একজন নিউ ইউজার খুব সহজেই কম সময়ের মধ্যে এটি শিখে নিতে পারবে।
কিন্তু যেমন প্রতিটা Software এর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকে এটার ক্ষেত্রেও তেমনই আছে।Math Typeটি অনেক পুরনো একটি সফটওয়্যার। বর্তমানে এর নতুন ভার্সানও এসেছে। তবে কোন এপ্লিকেশনে এটির সরাসরি ব্যবহার করা যায় সেটার সম্বন্ধেই বলব।
পেজমেকার, ইনডিজাইন ও কোরেলড্র-র মত জনপ্রিয় সমস্ত এপ্লিকেশনেই এর ব্যবহার লক্ষ করা যায় কিন্তু তোমাদের আমি যেমন বলেছিলাম একমাত্র পেজমেকারেই এর সবথেকে ভালো ব্যবহার লক্ষ করা যায়। অবশ্য তার কারণও আছে তোমরা জানো যে, পেজমেকার একটি বুকস্ প্রসেসিং সফটওয়্যার অর্থাৎ টাইপিং সংক্রান্ত ডিটিপি সফটওয়্যার। তাই ম্যাথটাইপ এই পেজমেকারকেই লক্ষ্য রেখে তৈরি করা হয়েছিল। বহু বছর ধরে এখানেই সমস্ত কোয়েশ্চেন পেপার তৈরি হত এবং এখনও হচ্ছে।বাকী কোরেলড্র, ইনডিজাইন বা অন্যান্য সফটওয়্যারে ম্যাথ টাইপ কাজ করলেও একটু এ্যাডজাস্ট করে নিতে হয়।
Math Type এর ব্যবহার ঃ-
আমরা সরাসরি Math Type খুলে তার মধ্যে কাজ করব। সবার প্রথমে আমাদের লেখার সাইজ ঠিক করতে হবে। তার জন্য আমরা Size > Define এ ক্লিক করে আমাদের নির্দিষ্ট সাইজ নিতে হবে।ধরা যাক, আমরা 11 পয়েন্টের লেখা নেব তাহলে আমাদের সেখানে 11 টাইপ করে নিতে হবে। নিউমেরিকের জন্য আমরা বাংলা বা ইংরাজি দুটোই নিতে পারি। আমরা Style > Define>Advance এ গিয়ে নিউমেরিক, টেক্সট ও ম্যাথের জন্য ফন্ট সিলেক্ট করতে পারি। তবে যে তিনটি ফন্ট ব্যবহার হয় সেগুলি হল - MT Extra, Times New Roman ও Symbol. নিম্নের ভিডিও থেকে তোমরা আরো বিশদে জানতে পারবে।
শর্টকাট কী ঃ-
ম্যাথটাইপের কাজকে দ্রুত করতে চাইলে অবশ্যই শর্টকাট কী শিখতে হবে। মাউসের সাহায্যে করলে কাজ অনেকটাই স্লো হয়। তাই কিছু শটকার্ট কী নিজেকেই তৈরি করে নিতে হবে। আমি তোমাদের কি ভাবে শর্টকাট কী তৈরি করবে তার ব্যাপারে বিশদে জানাচ্ছি। যে Math Symbol এর শর্টকাট কী করতে চাও তার ওপরে Right Click করে Properties এ যেতে হবে। সেখানে নিউ শর্টকাট কী তে গিয়ে তোমার ইচ্ছেমতো ‘কী’ লিখে Assign এ ক্লিক করে নিতে হবে। মনে রাখতে হবে যে নতুন শর্টকাট কী তুমি দিচ্ছ সেটা যেন আগে থেকেই না অন্য কোন Symbol এ করা না থাকে। এবারে এই নির্দিষ্ট কী প্লেস করলেই তোমদের নির্দিষ্ট সিম্বলটি পড়বে। এতে কাজ অনেক দ্রুত হবে। নিম্নে আর একটি ভিডিও দেওয়া হল।
কি ভাবে কোয়েস্চেন পেপার করবে তার জন্য একটি ভিডিও নিম্নে দেওয়া হল -
আশাকরি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। যদি আমার লেখাটি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবে। ধন্যবাদ।
No comments