Header Ads

Header ADS

কোরেলড্র-র Default সেটিং? ডিফল্ট সেটিং কী? কী ভাবে ডিফল্ট সেটিং করতে হবে? ডিফল্ট সেটিং এর কী প্রয়োজনীয়তা?

 


আমরা জানি যে কোরেলড্র একটি খুব পপুলার গ্রািফক্স ডিজাইনিং সফটওয়্যার ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ এশিয়ার অন্যান্য দেশে এই সফটওয়্যার খুবই প্রচলিত বর্তমান চাহিদার সাথে সাথে নতুন নতুন শিক্ষার্থীদের প্রথম পছন্দ হিসাবে কোরেলড্র একটি অপরিহার্য্য সফটওয়্যার হিসাবে গণ্য হচ্ছে আমােদর ওয়েবসাইটের মাধ্যমে সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য কছু মূল্যবান টিপস ট্রিকস আমরা সব সময় দিয়ে থাকি ছাত্ররা তােদর কর্মক্ষেত্রে কোরেলড্র ব্যবহােরর ক্ষেত্র যােত আরও সাবলীল হয়, খুব দ্রুত কাজ করতে পারে এবং সর্বোপরি নতুন শিক্ষার্থী নিজেকে একজন অভিজ্ঞ িডডাইনারে খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে পারে তার জন্য আমােদর এই ছোট্ট প্রয়াস

কোরেলড্র ইন্সটল করার পর যখন আমরা প্রথমবার নতুন পেজ ওপেন করি, সেখানে দেখব যে একটা ডিফল্ট সেটিং করা থাকে অর্থাৎ পেজ সাইজ কি হবে, লেখার পয়েন্ট সাইজ কত হবে বা কোনো লাইনের সাইজ কত হবে তার একটা সেটিং করা থাকে আমাদের সেই সেটিংটাকেই আমাদের প্রয়োজনে পার্মানেন্ট পরিবর্তন করা দরকার ধরা যাক, পেজ সাইজ ডিফল্ট হিসাবে লেটার পেজ করা রয়েছে কিন্তু আমরা জানি যে, আমরা লেটার পেজ ব্যবহার করি না আমরা বেশিরভাগ সময় A4 পেজ ব্যবহার করে থাকি তাই প্রতিবারই যখন আমরা নতুন ফাইল তৈরি করব আমাদের লেটার পেজ থেকে এ৪ পেজ পরিবর্তন করতে হচ্ছে এর ফলে আমাদের অনেকটা সময় চলে যাচ্ছে আর এখানেই আমাদের ডিফল্ট সেটিং- পরিবর্তন করে নিজেদের প্রয়োজন মতো করে নেওয়া জরুরী সময় বাঁচবে এবং কাজও দ্রুত হবে মনে রাখতে হবে যে, ডিফল্ট সেটিং পরিবর্তন করার সময় কো কিছু সিলেক্ট না করে পরিবর্তন করতে হবে উদাহরণ হিসাবে যদি আমার ডিফল্ট ফন্ট এরিয়াল রাখতে চাই তাহলে - টেক্সট মেনুতে গিয়ে টেক্সট প্রপারটিস যেতে হবে এবং সেখানে ডাইরেক্ট ফন্ট চেঞ্জ করতে হবে কোরেলড্র থেকে একটা অ্যালার্ট আসবে যে, তুিম প্যারাগ্রাফ আর্টিস্টিক দুটোর ক্ষেত্রেই কী চেঞ্জ করবে, ইয়েস করলেই সাথে সাথে ডিফল্ট ফন্ট এরিয়াল হয়ে যাবে সবক্ষেত্রেই এইভাবেই করতে হবে যখন সবকটি অপশনের ডিফল্ট পরিবর্তন করা হয়ে যাবে তারপরে টুলস গিয়ে সেভ সেটিং এস ডিফল্ট ক্লিক করতে হবে এই পর্যন্ত করলে প্রতিবার যখন নতুন ফাইল খুলবে তোমাদের নতুন সেটিংই পাবে সবসময়


যে সমস্ত অপশনগুলো ডিফল্ট সেটিং করে নিলে তোমাদের কাজে অনেক সুবিধা হবে তার একটা ছোট্ট বিবরণ আমি দিয়ে দিলাম-

1. Font Change (My choice Arial)

2. Font Size Change (My choice 11)

3. Line width change (outline pen) (artistic not paragraph) (My Choice 1.3)

4. Change Color Row (3 Row)

5. Un Tick Quick correct all option

6.  Print only current page (Tool - Option - Global - Printing - tick print only current page)

7. Pure Black (Tools - Color Management - Default Setting - Tick Preserve Pure black (untick cmyk)

8.  Page Size (Must be A4 Size )


প্রয়োজন অনুসারে আপনারা আপনাদের ডিফল্ট সেটিং নিজেদের মতো পরিবর্তন করতে পারবেন, তাহলে আপনাদের কাজের সুবিধা হবে প্রতিবেদনটি ভালো লাগলে ফলো করতে ভুলবে না কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ




No comments

Powered by Blogger.